সংসদের শীতকালীন অধিবেশন, পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন, আজ নজরে কোন কোন খবর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০:
সংসদের শীতকালীন অধিবেশন পঞ্চম দিন
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের পঞ্চম দিন। SIR-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চেয়ে সংসদে সরব হয়েছেন বিরোধীরা। দফায় দফায় মুলতুবি হয়েছে দুই কক্ষের অধিবেশন। বাংলার বকেয়া পাওনা আদায়ের দাবিতে সরব তৃণমূল সাংসদেরা। প্রতিদিন তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করছেন। আজ সংসদের খবরের দিকে নজর থাকবে।
পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন
বৃহস্পতিবার ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। এই সফরে কী কী বিষয়ে আলোচনা চলছে, কোন কোন চুক্তি হতে পারে, সে দিকে নজর থাকবে।
শীতের ব্যাটিং শুরু
জাঁকিয়ে শীত কি পড়ল? এবার কি দীর্ঘ হবে শীতের স্পেল? হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’-তিন দিন বাংলার সর্বত্র এমনই থাকবে তাপমাত্রা। আপাতত পারদ ওঠানামার খুব একটা সম্ভাবনা নেই। সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে।
বিশ্বকাপ ফুটবলের খবরাখবর
আগামী বছর ফিফা ফুটবল বিশ্বকাপ। শুক্রবার হবে গ্রুপ বিন্যাস। আজ আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি সহ সব বড় দলই গ্রুপ পর্বে নিজেদের প্রতিপক্ষ জানতে পারবে। আমেরিকার কেনেডি সেন্টারে ভারতীয় সময় রাত ১০.৩০ থেকে শুরু হবে ড্র। ফিফা প্লাস চ্যানেলে দেখা যাবে ড্র অনুষ্ঠান।