Ajmer Ram Setu: বৃষ্টিতে ফাটল বিজেপির ‘রামসেতু’তে, বন্ধ করল আদালত

স্থানীয় দুই বাসিন্দার যৌথভাবে দায়ের করা একটি দেওয়ানি মামলাকে জনস্বার্থ মামলা হিসেবে গণ্য করে এই আদেশ দেওয়া হয়েছে।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৪: রাজস্থানের (Rajasthan) আজমেরে সদ্য নির্মিত “রামসেতু উড়ালপুল” (Ramsetu Bridge) উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই ফাটল ধরলো ব্রিজে, আর তার জেরেই আজমের আদালত (Ajmer Court) বুধবার এই উড়ালপুল অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এই উড়ালপুলটি ₹২৪৩ কোটির নগরোন্নয়ন প্রকল্পের (urban development project) অংশ হিসেবে তৈরি হয়েছিল। কিন্তু উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই প্রথম বৃষ্টিতে এর একাধিক অংশে ধস ও ফাটল দেখা যায়, যার ফলে প্রশাসনিক গাফিলতি এবং দুর্বল নির্মাণের অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ উঠছে রাজস্থানের বিজেপি সরকারের বিরুদ্ধে।

আজমের আদালতের বিচারক মানমোহন চাঁদেল (Judicial Magistrate Manmohan Chandel) এই নির্দেশ জারি করেন। স্থানীয় দুই বাসিন্দার যৌথভাবে দায়ের করা একটি দেওয়ানি মামলাকে জনস্বার্থ মামলা (Public Interest Litigation – PIL) হিসেবে গণ্য করে এই আদেশ দেওয়া হয়েছে।

আজমের পৌরসংস্থা (Ajmer Municipal Corporation) দাবি করেছিল, তারা ইতিমধ্যেই চার লেনের মধ্যে একটিকে বন্ধ করে দিয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে। তবে বিচারক বলেন, জনসুরক্ষার কথা মাথায় রেখে পুরো সেতুটি বন্ধ রাখা জরুরি।

এই ঘটনার পর রাজস্থানের নগরোন্নয়ন বিভাগ ও ঠিকাদারি সংস্থা – দু’জনেরই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় বাজেটের একটি প্রকল্পে এত দ্রুত গঠনগত সমস্যা ধরা পড়া নির্মাণ মানের ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen