জুলাইয়ের শেষের দিকে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করবে আকাশ এয়ার

মেট্রো শহরের পাশাপাশি টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরেও পরিষেবা প্রদান করতে চায় আকাসা এয়ার। যে সংস্থাকে গত বছর আগস্টে বাণিজ্যিক পরিষেবা শুরু করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

July 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অবশেষে আকাশে ওড়ার ছাড়পত্র পেল রাকেশ ঝুনঝুনওয়ালাদের আকাশ এয়ার (Akasa Air)। এখন তারা টিকিট বিক্রি করার প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু করে দিয়েছে। আকাশ এয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও বিনয় দুবে বলেছেন, ‘আমাদের বিমানের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি। জুলাইয়ের শেষের দিকে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করা হবে।’

২০২৩ সালের মধ্যে ঘরোয়া বিভিন্ন রুটে ১৮টি বিমান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। মেট্রো শহরের পাশাপাশি টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরেও পরিষেবা প্রদান করতে চায় আকাসা এয়ার। যে সংস্থাকে গত বছর আগস্টে বাণিজ্যিক পরিষেবা শুরু করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

আকাশ এয়ারের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষের শেষে আকাশ এয়ারের হাতে মোট ১৮টি বিমান চলে আসবে। তারপর প্রতি ১২ মাসে আকাশ এয়ারে ১২-১৪টি বিমান যুক্ত হবে। সবমিলিয়ে পাঁচ বছরে ৭২টি বিমান আসবে আকাশের হাতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen