লাদাখে সফলভাবে উৎক্ষেপণ Akash Prime মিসাইলের, শক্তিশালী হচ্ছে সীমান্ত প্রতিরক্ষা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০ : ‘অপারেশন সিঁদুর’-এর পরেই লাদাখে আকাশ প্রাইমের দুর্দান্ত সাফল্য! ১৫,০০০ ফুট উচ্চতায় বুধবার সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্রের। দুই উচ্চগতির ড্রোন লক্ষ্যকে নিখুঁতভাবে ধ্বংস করে শক্তিশালী বার্তা দিল ভারতীয় সেনা ও DRDO।
ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই সারফেস-টু-এয়ার মিসাইল প্রায় ২০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু ভেদ করতে পারে। সম্প্রতি সেনার সিঁদুর অভিযান চলাকালীন পাকিস্তানের ভূখণ্ডে হামলায় ব্যবহৃত হয়েছিল এই মিসাইল। এবার সেই আকাশ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ আরও উচ্চক্ষমতাসম্পন্ন করে তুলেছে প্রতিরক্ষা বিভাগ।
লাদাখে সফলভাবে পরীক্ষা করা হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রাইম (Akash Prime) মিসাইলের উচ্চউচ্চতাভিত্তিক সংস্করণ। এই উন্নত প্রযুক্তির মিসাইল তীব্র গতিতে ছুটে আসা দুটি আকাশপথে চলমান লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম হয়। এত উচ্চতায় আকাশ অস্ত্রব্যবস্থার এই আধুনিক সংস্করণের এটি প্রথম প্রয়োগ।
এই অস্ত্র ব্যবস্থাটি ৪,৫০০ মিটারের (১৪,৭৬০ ফুটের) বেশি উচ্চতায় কার্যকরভাবে পরিচালনার জন্য কাস্টমাইজ করা হয়েছে এবং এতে যুক্ত হয়েছে নতুনভাবে তৈরি ‘রেডিও ফ্রিকোয়েন্সি সিকার’, যা লক্ষ্য নির্ধারণে অত্যন্ত কার্যকর।
ভারতীয় সেনার এয়ার ডিফেন্স শাখা এবং ডিআরডিও-র যৌথ উদ্যোগে এই পরীক্ষা করে, সহযোগিতায় ছিল ভারত ডায়নামিকস লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-সহ আরও একাধিক প্রতিরক্ষা শিল্প সংস্থা।
এই সফল পরীক্ষা ‘First of Production Model’ (FoPM)-এর অন্তর্ভুক্ত, যা ভবিষ্যতে এই অস্ত্র ব্যবস্থার দ্রুত অন্তর্ভুক্তি নিশ্চিত করবে এবং সীমান্তবর্তী উচ্চভূমি এলাকায় ভারতের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
এই সাফল্যকে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাহাড়ি অঞ্চলে কার্যক্ষম এই মিসাইল ভবিষ্যতে সীমান্ত সুরক্ষায় ভারতীয় সেনাকে কৌশলগত সুবিধা দেবে।
ডিআরডিও প্রধান ড. সমীর ভি কামাত জানান, আকাশ প্রাইম মিসাইল ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চাহিদা পূরণে সক্ষম হয়েছে।
ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন আকাশ ক্ষেপণাস্ত্র। এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাসে ওড়িশার উপকূলে ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-প্রাইম’।
ভারতের এই ধারাবাহিক সাফল্য আকাশ থেকে ভূভাগে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে বলে মনা করা হচ্ছে।