বঙ্গে BJP-র ভোট কাটতে প্রার্থী দিচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা?

প্রসঙ্গত, অখিল ভারত হিন্দু মহাসভাকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের পাশে থাকতে দেখা গিয়েছে।

March 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বঙ্গে BJP-র ভোট কাটতে প্রার্থী দিচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার বাংলার ভোট ময়দানে নামতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। আসন্ন লোকসভা ভোটে বাংলার বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। শোনা যাচ্ছে, যাদবপুর লোকসভা আসনে লড়তে চলেছেন অখিল ভারত হিন্দু মহাসভার খোদ রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।

প্রসঙ্গত, অখিল ভারত হিন্দু মহাসভাকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের পাশে থাকতে দেখা গিয়েছে। বাংলার রাজ্য সঙ্গীত ও পশ্চিমবঙ্গ দিবস ইস্যুতে তাঁরা রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছিল। বাংলার বকেয়া টাকার দাবিতে রাজ্য সরকারের আন্দোলনেও অখিল ভারত হিন্দু মহাসভার সমর্থন ছিল। এনআরসি-র বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভাকে।

অনেকদিন ধরেই লোকসভায় লড়াইয়ের শুরু করে দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। গত বছরের ডিসেম্বরে চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছিলেন, বাংলার বিয়াল্লিশটি আসনেই লড়তে চলেছেন তাঁরা। বাংলার সবকটি আসনে না হলেও, রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।

চন্দ্রচূড়বাবু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যাদবপুরে প্রতিটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই তাঁদের লড়াই। রাজনৈতিক মহলের মতে, অখিল ভারত হিন্দু মহাসভা প্রার্থী দেওয়ায় সমস্যায় পড়বে বিজেপি। অনেকেরই দাবি, ভোট কাটাকাটিতে সুবিধা পেতে পারেন তৃণমূল প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen