গণনার কয়েক ঘণ্টা আগে তোলপাড় উত্তরপ্রদেশ, বিজেপির বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ অখিলেশের

বারাণসীর গণনাকেন্দ্র থেকে তিন ট্রাক ভর্তি ভোটযন্ত্র সরিয়ে নেওয়ার সময় ধরে ফেলা হয়।

March 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

ভোটগণনার ৪৮ ঘন্টা আগে তোলপাড় উত্তরপ্রদেশ। সমাজবাদী পার্টির অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি সেখানে ভোটযন্ত্রে জালিয়াতির চেষ্টা শুরু করেছে। বিজেপির প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মঙ্গলবার বলেছেন, বারাণসী থেকে বেরিলি, একাধিক স্থানে চুপিসারে ইভিএম যন্ত্র সরিয়ে নেওয়া হচ্ছে। বারাণসীর গণনাকেন্দ্র থেকে তিন ট্রাক ভর্তি ভোটযন্ত্র সরিয়ে নেওয়ার সময় ধরে ফেলা হয়। একটি ট্রাককে সাধারণ মানুষ আটকে দিয়েছে। বাকি দুটি ট্রাক পালিয়েছে, এমনটাই অভিযোগ। এদিকে, ইভিএম লুটের এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গেও ওরা একই চেষ্টা করেছিল। সফল হয়নি। উত্তরপ্রদেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অখিলেশ যাদব প্রশ্ন করেছেন, এটা যদি রুটিন প্রক্রিয়াই হয়, তাহলে ভোটযন্ত্র নিয়ে ওই দু’টি ট্রাক পালালো কেন? সরকারের কাকে ভয় যে ওভাবে পালাতে হবে? একই ঘটনা বেরিলিতেও ঘটেছে বলেই তাঁর অভিযোগ। মঙ্গলবার ইভিএম সরিয়ে নেওয়ার ওই ভিডিও উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে। অখিলেশ যাদব বলেছেন, বিজেপি স্পষ্ট বুঝতে পারছে যে, ভোটের ফল কী হতে চলেছে। সেই কারণেই এখন মরিয়া চেষ্টা। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোটযন্ত্র স্ট্রংরুম থেকে সরানো যায় না। সরাতে হলে প্রার্থীদের জানাতে হবে। নিরাপত্তারক্ষীর ঘেরাটোপেই ভোটযন্ত্রকে সরাতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনও নিয়মই মানা হয়নি। আমাদের প্রার্থীদেরও কিছুই জানানো হয়নি। ট্রাকে কোনও পুলিসও ছিল না। এভাবে যদি বিজেপিকে ভোটে জয়ী হতে হয় তাহলে গণতন্ত্রের আর কী বাকি রইল? এরপর কি স্বাধীনতার যুদ্ধে নামতে হবে সাধারণ মানুষকে? অন্যদিকে বারাণসী জেলা প্রশাসন বলেছে, অভিযোগ সঠিক নয়। তবে রিজার্ভে থাকা ভোটযন্ত্র সরানো হয়ে থাকতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen