চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাদেজা, দলে এলেন এই খেলোয়াড়
জাদেজার জায়গায় দুবাই উড়ে যাচ্ছেন আরেক ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল।
September 2, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোরের আগে ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বাদ পড়লেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। হাঁটুতে চোট পেয়ে বাকি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না তিনি।
জাদেজার জায়গায় দুবাই উড়ে যাচ্ছেন আরেক ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাদেজার হাত ধরে আগেও বহু ম্যাচ জিতিয়েছে ভারতীয় ক্রিকেট টিমের মিডল অর্ডার। এশিয়া কাপ ২০২২ এর সুপার ওভারে সকলের নজর থাকবে ভারতের সেই মিডল অর্ডারের উপরেই ।