রোনাল্ডো না খেললেও থামানো গেল না আল নাসেরকে, গোয়ার দুঃস্বপ্নের রাত রিয়াধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৫৬: রিয়াধের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বুধবার রাতে একতরফা লড়াইয়ে রোনাল্ডো বিহীন আল নাসের যেন ঝড়ের বেগে উড়িয়ে দিল ভারতের এফসি গোয়াকে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-র গ্রুপ ‘ডি’-র ম্যাচে সৌদির ক্লাবটি ৪–০ গোলে ধস নামায় গোয়ার দুর্গে। এই ম্যাচে ভারতীয় ফুটবল প্রেমীদের নজর ছিল CR 7 এর দিকে।তাকে গোয়ার বিপক্ষে দেখার জন্য মুখিয়েছিল ভারতীয় ফুটবল সমর্থকরা। কিন্তু তাকে এই ম্যাচেও দলে রাখেনি আল নাসেরের কোচ।তবে রোনাল্ডোর না থাকতে খুব একটা সমস্যা হয়নি সৌদি আরবের এই জায়ান্ট ক্লাবের।শুরু থেকে শেষ পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ ছিল আল নাসেরের হাতে, আর অতিথিরা ছিলেন সম্পূর্ণ বিবর্ণ।
প্রথমার্ধে রক্ষণে ভর করে গোয়া প্রায় ৩৫ মিনিট পর্যন্ত প্রতিরোধ গড়ে রাখে। কিন্তু এরপরই শুরু আল নাসেরের আগুন ঝরা পারফরম্যান্স। আবদুলরহমান ঘারিবের দারুণ এক ফ্রি-কিক গোল করে ম্যাচের মোর পাল্টে দেন। বলটি বার ছুঁয়ে জালে জড়াতেই রিয়াদের গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাস। প্রথমার্ধ শেষ হয় সেই ১–০ তে, কিন্তু বিরতির পর যা ঘটল তা ছিল গোয়ার জন্য দুঃস্বপ্নের মতো।
দ্বিতীয়ার্ধে ঘারিব আবারও গোল করে ব্যবধান বাড়ান ৫৩ মিনিটে। এরপর মাররান ৭০ মিনিটে কাছ থেকে গোল করে ম্যাচ প্রায় শেষ করে দেন। তবু সবচেয়ে নজরকাড়া মুহূর্ত আসে শেষদিকে—সাদিও মানের ক্রস থেকে হাওয়ায় উঠে জোয়াও ফেলিক্সের অবিশ্বাস্য বাইসাইকেল কিক! দর্শকরা মুহূর্তের জন্য স্তব্ধ, তারপর করতালির ঝড়।
গোয়ার একমাত্র উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল দেজান দ্রাজিচের দূরপাল্লার শট, যা রুখে দেন রাঘিদ নাজার। এই ম্যাচে হারের ফলে চার ম্যাচে চার হারে পয়েন্টশূন্য গোয়া এখন গ্রুপের তলানিতে। সামনের ম্যাচে ২৬ নভেম্বর তাদের মুখোমুখি হতে হবে ইরাকে আল জাওরার বিপক্ষে—যেখানে বাঁচা-মরার লড়াই তাদের জন্য অপেক্ষা করছে।
আল নাসেরের এই জয়ে হ্যাটট্রিক সাফল্যের ধারায় এখন যোগ হলো আরও এক দাপুটে অধ্যায়। রিয়াধের দলটি প্রমাণ করল—এশিয়ার মঞ্চে তাদের থামানো সহজ নয়।