রোনাল্ডোকে ছাড়াই ভারতে পা আল নাসেরের, গোয়ায় স্বপ্নভঙ্গ ভারতীয় C R-7 ভক্তদের

গোয়া তাদের যোগ্যতা প্রমাণ করে আল সিব-কে হারিয়ে প্রতিযোগিতায় প্রবেশ করেছিল। অন্যদিকে, সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেও অলৌকিকভাবে আল নাসের এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এ খেলার সুযোগ পায়, কারণ কিং কাপ অফ চ্যাম্পিয়নসের ফাইনালে আল ইত্তিহাদের জয়ের ফলে সেই স্থানটি আল নাসরের ঝুলিতে আসে। সব মিলিয়ে ভাগ্য যেন রোনাল্ডোকে ভারতে আনতেই কাজ করছিল।
কিন্তু সব আশা শেষ পর্যন্ত ভেস্তে গেল। সৌদি সংবাদমাধ্যম আল রিয়াধিয়াহ জানিয়েছে, রোনাল্ডো গোয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতে আসছেন না। যদিও এফসি গোয়া ম্যানেজমেন্ট নাকি তাকে আনার জন্য বিশেষ অনুরোধ করেছিল, তবুও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে।
তাহলে কেন এই সিদ্ধান্ত? একাধিক কারণ উঠে এসেছে। প্রথমত, আল নাসের ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে আছে, আর রোনাল্ডো এখনও এই টুর্নামেন্টে এক মিনিটও খেলেননি। আগামী সপ্তাহেই কিং কাপ অফ চ্যাম্পিয়নসের শেষ ষোলোয় আল ইত্তিহাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তাই দল তাকে বিশ্রাম দিতেই পারে। তাছাড়া তার নতুন চুক্তিতে নাকি এমন কিছু ধারা আছে, যা অনুযায়ী বিদেশের অ্যাওয়ে ম্যাচে খেলবেন কি না, সে ব্যাপারে রোনাল্ডো নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। বয়স এবং ফিটনেসের ভারসাম্য বজায় রেখে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিই এখন তার প্রথম অগ্রাধিকার।
এছাড়া, গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠ নিয়েও কিছু শঙ্কা রয়েছে। স্টেডিয়ামটির হাইব্রিড ঘাসের পিচ বারবার রি-লেইং ও টার্ফ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যা কখনও কখনও পেশির টান বা জয়েন্টে সমস্যা বাড়াতে পারে।
তবুও রোনাল্ডো এখন দুর্দান্ত ফর্মে আছেন। এ মরশুম আল নাসেরের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি। সৌদি সুপার কাপেও দু’টি ম্যাচে দু’টি গোল অবদান রেখেছেন। কিন্তু এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এ এখনও মাঠে নামেননি।
রোনাল্ডো না এলেও, তার দল আল নাসর দুর্দান্ত ছন্দে আছে। তারা ইস্তিকলল এবং আল জাওরার বিরুদ্ধে জয় পেয়েছে এবং সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে। তবে ভারতীয় ভক্তদের কাছে এই সিদ্ধান্ত এক গভীর হতাশার নাম, কারণ গোয়ায় রোনাল্ডোর পা পড়া দেখা এখনও এক অপূর্ণ স্বপ্নই রয়ে গেল।