আল কায়দার মহিলা জঙ্গি ধৃত বেঙ্গালুরুতে

এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় উপমহাদেশে ফের নিজেদের প্রভাব বাড়াতে চাইছে আল-কায়েদা।

July 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৮: আল কায়েদা জঙ্গি নেটওয়ার্ককে ঘিরে বড়সড় সাফল্য পেল গুজরাটের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়েছে শামা পারভিন নামে এক মহিলা জঙ্গিকে, যিনি আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকনটিনেন্ট (AQIS)-এর সক্রিয় সদস্য এবং একাধিক জঙ্গি কার্যকলাপের মূল সংগঠক বলে জানা গিয়েছে।

এই গ্রেপ্তারের (Arrest) আগে গত ২৩ জুলাই AQIS-র সঙ্গে যুক্ত সন্দেহে চারজন যুবককে আটক করে এটিএস। ধৃতদের নাম মহম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি এবং মহম্মদ ফাইকের। গুজরাত, দিল্লি এবং নয়ডা থেকে একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের (Social Media App) মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত এবং সারা দেশে একাধিক ‘হাই প্রোফাইল’ জায়গাকে নিশানা করে হামলার ছক কষছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই জঙ্গি গোষ্ঠীর আন্তর্জাতিক যোগাযোগ ছিল এবং তারা বিদেশে থাকা হ্যান্ডলারের নির্দেশে কাজ করছিল। তাঁদের টার্গেট ছিল ভারতজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলা চালানো।

এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় উপমহাদেশে ফের নিজেদের প্রভাব বাড়াতে চাইছে আল-কায়েদা। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাঙ্কশন কমিটির পর্যবেক্ষণ সংস্থার ৩২তম রিপোর্ট অনুযায়ী, AQIS প্রধান ওসামা মাহমুদের নেতৃত্বে ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং কাশ্মীর উপত্যকায় কার্যক্রম ছড়ানোর পরিকল্পনা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen