সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন রণলিয়া, দেখুন ভিডিও

রণলিয়ার ঘরে লক্ষ্মীবার লক্ষ্মীর প্রবেশ।

November 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রণলিয়ার ঘরে লক্ষ্মীবার লক্ষ্মীর প্রবেশ। বৃহস্পতিবার সকাল সকাল মুম্বইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন থেকে সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে রওনা দেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।


রণবীরের গাড়ি হাসপাতালের গেট দিয়ে বের হবার সময় ছবি তোলার জন্য চিত্রগ্রাহকরা হামলে পড়লেন। সামনে-পিছনে অবশ্য নিরাপত্তারক্ষীদের গাড়ি। তাঁরাই ভিড় এড়িয়ে রণলিয়ার গাড়িটিকে দ্রুত বার করে নিয়ে যান।


গত রবিবার মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দেন আলিয়া। রাজকন্যার জন্মের পর থেকেই আনন্দে মাতোয়ারা কাপুর পরিবার। খুদের ঠাকুমা নীতু কাপুর তো যেন আহ্লাদে গদগদ। ঘরের নতুন অতিথি প্রথমবার বাড়িতে ঢুকছে বলে কথা! তাই তাকে বরণ করে ঘরে তোলার আগে এলাহি প্রস্তুতি নেওয়া হয়েছে। কাপুর পরিবারের রাজকন্যার জন্য নতুন একটি ন’তলার বাড়ি সাজিয়ে তোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen