কিশোর কুমারকে চেনেন না আলিয়া! অবাক নেটিজেনরা

অভিনেতা জানান, আলিয়া নাকি প্রথমদিন জানতে চেয়েছিলেন, ‘কিশোর কুমার কে?’ রণবীর বলেছেন, ‘এই মানুষগ‌ুলিকে ভুলে যাচ্ছে অনেকে। নিজের উৎসকে মনে রাখা প্রয়োজন।’

November 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্ত্রী আলিয়ার অবাক করা একটি ঘটনা ফাঁস করলেন রণবীর। যার ফলে নেটিজেনদের কটাক্ষের শিকার হন আলিয়া ভাট।

সম্প্রতি এক অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা জানিয়েছেন রণবীর। অভিনেতা জানান, আলিয়া নাকি প্রথমদিন জানতে চেয়েছিলেন, ‘কিশোর কুমার কে?’ রণবীর বলেছেন, ‘এই মানুষগ‌ুলিকে ভুলে যাচ্ছে অনেকে। নিজের উৎসকে মনে রাখা প্রয়োজন।’

রণবীর জানিয়েছেন, ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন তাঁরা। সেখানে রাজ কাপুরের ১০টি ছবি দেখানো হবে। পাশাপাশি ঠাকুরদার জীবনের উপর ভিত্তি করে একটি ছবি তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen