Anaconda: আলিপুর চিড়িয়াখানায় নতুন বাসিন্দা, এলো বিরল সবুজ অ্যানাকোন্ডা জুড়ি
আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে এসেছে দু’টি বিরল সবুজ অ্যানাকোন্ডা। দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে এদের।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৯: আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) নতুন অতিথি হিসেবে এসেছে দু’টি বিরল সবুজ অ্যানাকোন্ডা (Green Anaconda)। বিশ্বের সবচেয়ে বড় ও ভারী সাপের এই প্রজাতিটি চেন্নাইয়ের (Chennai) মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট (Madras Crocodile Bank Trust) থেকে প্রায় ১,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৩৫ ঘন্টার একটি বিশেষ সড়ক যাত্রার মাধ্যমে এখানে এসে পৌঁছেছে। তাদের নিরাপদ পরিবহনের জন্য একটি বিশেষ গ্রিন করিডোরের (green corridor) ব্যবস্থা করা হয়েছিল।
৩ থেকে ৪ ফুট লম্বা এই অ্যানাকোন্ডাগুলিকে এখন দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে (quarantine) রাখা হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের জন্য একটি বিশেষ এনক্লোজার (enclosure) তৈরি করেছে যেখানে শ্যালো পুল (shallow pool) এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (thermoregulation system) রয়েছে, যা এই প্রাণীদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে।
এই এক্সচেঞ্জ প্রোগ্রামের (exchange program) অংশ হিসেবে আলিপুর চিড়িয়াখানা চেন্নাইয়ে একটি গ্রিন ইগুয়ানা (green iguana) এবং কয়েকটি ব্যান্ডেড ক্রেইট (banded krait) সাপ পাঠিয়েছে। শীঘ্রই আরও দু’টি অ্যানাকোন্ডা আসার কথা রয়েছে, যা মোট অ্যানাকোন্ডার সংখ্যা চারে নিয়ে যাবে।
এছাড়াও সেন্ট্রাল জু অথরিটির (Central Zoo Authority – CZA) অনুমোদনে আলিপুর চিড়িয়াখানা রাঁচির (Ranchi) বিরসা মুণ্ডা বায়োলজিক্যাল পার্ক (Birsa Munda Biological Park) থেকে ঘড়িয়াল (gharial), হিমালয়ান ব্ল্যাক বিয়ার (Himalayan black bear) এবং অস্ট্রিচ (ostrich) পাবে। বিনিময়ে আলিপুর চিড়িয়াখানা সেখানে একটি জিরাফ (giraffe) পাঠাবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিভিন্ন প্রজাতির সংরক্ষণ এবং গবেষণার জন্য এই ধরণের বিনিময় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।