আজ খুলছে চিড়িয়াখানা

eZoo Kolkata, মোবাইলের এই অ্যাপ থেকেই কাটা যাবে টিকিট। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।

October 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

৬ মাস ১৪ দিন পর  আজ, শুক্রবার থেকে খুলছে চিড়িয়াখানার দরজা। করোনা পর্বে এতদিন বন্ধ থাকার পর কলকাতায় আলিপুর চিড়িয়াখানা সহ রাজ্যের সবকটি চিড়িয়াখানাই আমজনতার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। তবে প্রবেশ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে পর্যটকদের। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশিকা টাঙিয়ে দিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ভিতরে মাস্ক ব্যবহার করা আবশ্যক। কেউ মাস্ক না পরে এলে তাঁকে হয় চিড়িয়াখানার কাউন্টার, না হয় বাইরে থেকে মাস্ক কিনে তবে ঢুকতে হবে। এছাড়াও ছোঁয়াচ অনলাইনেই টিকিট কাটতে হবে দর্শকদের। eZoo Kolkata, মোবাইলের এই অ্যাপ থেকেই কাটা যাবে টিকিট। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ১০ বছরের নীচে এবং ৬০ বছরের ঊর্ধ্বে পর্যটকদের করোনা সম্পর্কিত সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। অনলাইন টিকিটের জন্য যে নির্দিষ্ট গেট করা হয়েছে, সেখান দিয়েই প্রবেশ করতে পারবেন দর্শকরা। অন্য কোনও গেটে প্রবেশাধিকার তাকছে না। গেট দিয়ে ঢোকার পর স্যানিটেশন টানেলের মধ্যে দিয়ে যেতে হবে দর্শকদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুরোধ, পর্যটকরা যেন পশুপাখিদের খাঁচায় অথবা ব্যারিকেডে হাত না দেন। একই কারণে তিনজনের বসার বেঞ্চগুলিতে দু’জন করে বসার আর্জি জানিয়েছে কর্তৃপক্ষ। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির নিরিখে আলিপুর চিড়িয়াখানায় দিনে পাঁচ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন। ওই সংখ্যক ই-টিকিট বিক্রি হয়ে গেলে সেইদিন আর ই-টিকিট ইস্যু করা হবে না। এছাড়াও বেঙ্গল সাফারিতে দিনে তিন হাজার এবং দার্জিলিংয়ের চিড়িয়াখানায় প্রতিদিন ২ হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen