হরগোবিন্দ ও চন্দন হত্যাকাণ্ডে ধৃত ১৩ জনই দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১০: চলতি বছরের ১২ এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাস। পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে খুন হয়েছেন পিতা-পুত্র। সোমবার, পিতা-পুত্রের খুনের ঘটনায় মোট ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। এদিন বিচারকের পর্যবেক্ষণ ছিল, রাজনৈতিক কোনও কারণে নয়, ব্যক্তিগত রোষেই জোড়া খুনের ঘটনা ঘটেছিল।
ঘটনার পর তদন্তে নামে রাজ্য পুলিশ। ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে মামলার তদন্ত হয়। খুনের ঘটনায় অভিযুক্তদের মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকী ভিনরাজ্য থেকেও ধরে আনে পুলিশ। সব মিলিয়ে অভিযুক্ত ১৩ জনের ১৩ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
চার্জশিটে পুলিশ জানায়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। ঘটনার ৫৫ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। দ্রুত শুনানির আবেদন করেন সরকারি আইনজীবী। চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়।
গত সপ্তাহে মামলার শুনানি শেষ হয়। সোমবার মোট ১৩ জনকেই দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। আজ, মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। আসামিদের আইনজীবী সাজা ঘোষণার আগে জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা হাই কোর্টে যাবেন।