কুমোরটুলিতে দুর্গা পুজোর ব্যস্ততা শুরু

শিউলি, কাশ ফুল এখনও না ফুটলেও, কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ চলছে জোরকদমে।

June 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ গৌতম পাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিউলি, কাশ ফুল এখনও না ফুটলেও, কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ চলছে জোরকদমে। এই বছর অক্টোবর মাসের শুরুতেই বাঙালির প্রাণের উৎসব। হাতে গুনে হিসেব করলে দেখা যাবে বাঙালির প্রিয় উৎসব আসতে বাকি আর ১২৩ দিন। আর এই আহবেই কুমোরটুলিতে শুরু হয়েছে ব্যস্ততা।

কারণ বিদেশে পাড়ি দেবে এমন প্রতিমার সংখ্যা নেহাত কম নয়। সেই সঙ্গে স্থানীয় প্রতিমার বরাত পাওয়া তো আছেই। আর ভোট মিটতেই গ্রাম থেকে ফিরেছেন সব শিল্পীরা। শুরু হয়েছে মূর্তি গড়ার কাজ।

প্রসঙ্গত বাঙালির দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়ার পর বিদেশে বসবাসকারী প্রবাসী বাঙালির পুজোর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। কুমারটুলি থেকে এবার ১৬২ টি প্রতিমা বিদেশে যাচ্ছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রতিমার বরাত পেয়েছেন কুমারটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির সম্পাদক মিন্টু পাল। জানা গিয়েছে তিনি এবার একাই ২১ টা ফাইবারের প্রতিমার বরাত পেয়েছেন। আগে পাঠালে ঝক্কি কম। তাই ইতিমধ্যেই ৪টি প্রতিমা পাড়ি দিয়েছে বিদেশে। পাড়ি দিয়েছে কানাডার টরেন্টো, কানাডার ক্যালগেরি, মার্কিন যুক্তরাস্ট্রের টেক্সাস ও মার্কিন যুক্তরাস্ট্রের ফ্লোরিডায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen