ভারত-ইংল্যান্ড ৫ম টেস্টে রেকর্ডের বৃষ্টি, দেখে নিন সেই সব ঐতিহাসিক কীর্তি

৬ রানে জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়। আগে ছিল ১৩ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে (২০০৪, ওয়াংখেড়ে)।সিরাজ নিলেন ম্যাচে ৫ উইকেট।

August 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
India-England 5th Test
India-England 5th Test

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্টে ওভালে ৬ রানে ঐতিহাসিক জয় পেল ভারত। ৩৭৪ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হল ইংল্যান্ড। এই জয়ের সঙ্গে ২০২৫ সালের অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি শেষ হল ২-২ ফলে।

এক নজরে দেখেনিন সব রেকর্ড

ভারতের রেকর্ডস

৬ রানে জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়। আগে ছিল ১৩ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে (২০০৪, ওয়াংখেড়ে)।

সিরাজ নিলেন ম্যাচে ৫ উইকেট। সিরাজ প্রথম ইনিংসে চারজন এবং দ্বিতীয় ইনিংসে পাঁচজন ইংরেজ ব্যাটসম্যানকে আউট করেন।

তিনিই প্রথম এশিয়ান বোলার যিনি ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে সাতবার কমপক্ষে চারজন ব্যাটসম্যানকে আউট করেছেন।

প্রসিদ্ধ কৃষ্ণ ৪টি উইকেট তুলে নেন দ্বিতীয় ইনিংসে।

আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৬৬ রান করেন, ৪ নম্বরে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে। সৈয়দ কিরমানি (১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১*) এবং অমিত মিশ্রের (২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৫০, ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৪) পর তিনি তৃতীয় ভারতীয় যিনি নাইটওয়াচম্যান হিসেবে পঞ্চাশ রান করেন।

ব্যাটিং কীর্তি: ভারতীয়দের দাপট

শুভমান গিল ৭৫৪ রান করে ভাঙলেন গ্রাহাম গুচের রেকর্ড (৭৫২, ১৯৯০)।

গিল ছাড়িয়ে গেলেন গাভাস্কারকেও – একজন ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান (৭৩২, ১৯৭৮-৭৯)।

রবীন্দ্র জাডেজা সিরিজে করলেন ছয়টি ৫০ যা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথমবার এমন ঘটনা।

সিরিজে তিন ভারতীয় ব্যাটার করলেন ৫০০+ রান – টেস্ট ইতিহাসে প্রথমবার।

ইংল্যান্ডের রুট-ম্যাজিক

জো রুট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ৬০০০ রান করা ব্যাটার।

ভারতের বিরুদ্ধে তিনবার ৫০০+ রান – একমাত্র খেলোয়াড় হিসেবে এই কীর্তি।

ঘরের মাঠে ২৪তম সেঞ্চুরি – সর্বোচ্চ, ডন ব্র্যাডম্যান ছাড়া আর কেউ পারেননি এক দলের বিরুদ্ধে এত রান করতে (২১১১)।

ইংল্যান্ডে খেলে রুটের রান এখন ৭৩২৯ – দেশের মাঠে তেন্ডুলকরের চেয়েও বেশি।

জোড়া ওপেনার: ক্রলি ও ডাকেট

ভারতীয়দের বিপক্ষে ৯ বার ৫০+ পার্টনারশিপ – সব চেয়ে বেশি।

এই জুটি ভারতের বিপক্ষে ১০০০+ রান করা দ্বিতীয় ওপেনিং জুটি (হেইন্স-গ্রিনিজের পরে)।

ভারতের দলগত সাফল্য

ভারতের এই সিরিজে মোট রান: ৩৮০৯। যা পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen