“সব প্রকৃত ভোটার ভাল থাকুন, Divide and Rule চাই না”, SIR শুরুর পরদিন গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর ঠিক পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে শোনা গেল গণতন্ত্র ও নাগরিক অধিকারের বার্তা। বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “সব প্রকৃত ভোটার ভাল থাকুন। আমি ডিভাইড অ্যান্ড রুল (Divide and Rule) চাই না।”
যদিও মুখ্যমন্ত্রী সরাসরি SIR প্রসঙ্গে কিছু বলেননি, তবে তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ভোটারদের অধিকার রক্ষার বার্তা। তিনি বলেন, “গণতন্ত্রের পিলারকে মজবুত রাখতে হবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে। সকলে যেন নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন।”
মমতা বলেন, “আমরা সকল উৎসবই পালন করি। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আর কিছু চাই না। আমাদের দেশ ভাল থাক, বাংলা ভাল থাক, মানুষ ভাল থাক।” তিনি মানবিকতা ও মনুষ্যত্বকে সবচেয়ে বড় ধর্ম বলে উল্লেখ করেন। তাঁর কথায়, “পাঁচটা আঙুল একসঙ্গে আছে বলেই আমাদের মুঠি শক্ত হচ্ছে। সাদা-কালো, ভাল-খারাপ, ছোট-বড় তো সর্বত্র থাকে। বজ্রমুষ্ঠি আলাদা করা চলবে না।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Election Commission of India) সামনে রেখে রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। পানিহাটিতে NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। অভিষেকের অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।