অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলিতে খোলা থাকবে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: পুজোর ছুটিতে কোনও চিকিৎসক চলে যান দেশের বাড়ি। ভিন রাজ্যে বা বিদেশে বেড়াতে চলে যান অনেকে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভাবে খাঁ খাঁ করে হাসপাতালগুলি। কিন্তু অসুখবিসুখ তো আর পুজো-পার্বণ মানে না! তাই এই দিনগুলির জন্য পুরোদমে প্রস্তুতি নিয়ে রাখছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। সূত্রের খবর, অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলিতে খোলা থাকছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর। তবে এ বছর ষষ্ঠী পড়েছে রবিবার। তাই অন্যান্য রবিবারের মতো এদিনও রাজ্যের কয়েক হাজার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর বন্ধ থাকবে। পুজোর ছুটিতে যাতে লোকবলের অভাবে হাসপাতালগুলিকে ভুগতে না হয়, সেই মতো রোস্টার করা হয়েছে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে।

পুজোর দিনগুলিতে খোলা থাকবে স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও। কী করছে বেসরকারি হাসপাতালগুলি? অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে সেখানকার ইমার্জেন্সি, আউটডোর, রোগ ও রক্তপরীক্ষার বিভাগগুলি খোলা থাকবে। জরুরি প্রয়োজনে ১০৬৬ নম্বরে ফোন করা যেতে পারে। সপ্তমী পর্যন্ত খোলা থাকবে হেলথ চেক আপ পরিষেবা। ফের তা চালু হবে ৩ অক্টোবর। যে কোনও দরকারে যে কোনও সময় কল সেন্টার নম্বরে (০৩৩৪৪২০২১২২) ফোন করা যেতে পারে। মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, পুজোর সময় ২৪ ঘণ্টা অনলাইনে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ নেওয়া সম্ভব। টেলি কনসালটেশন এবং যে কোনও জরুরি প্রয়োজনে ০৩৩-২২২২১১১১ এবং ৭০২২০২৩২৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen