সোশ্যাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট, জয় গোস্বামীকে আক্রমণের অভিযোগ
কবির আনুগত্য আদায়ের জন্য রাজ্য সরকার চিকিৎসার খরচ মেটাচ্ছে বলেও ইঙ্গিত করা হয়েছে পোস্টে

সোশ্যাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট করে বাংলার এক বিখ্যাত কবি জয় গোস্বামীর (Joy Goswami) মানহানি করার অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন কবির কন্যা।
অভিযোগকারিণীর দাবি, তাঁর বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশ কিছুদিন তাঁকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল। সেসময় রাজ্য সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছে বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় অসম্মানজনক ইঙ্গিতবহ পোস্ট করা হয়।
সংশ্লিষ্ট বিষয়টি এদিন পুলিসকে লিখিতভাবে জানান কবি-কন্যা। তাঁর অভিযোগ, কবির আনুগত্য আদায়ের জন্য রাজ্য সরকার চিকিৎসার খরচ মেটাচ্ছে বলেও ইঙ্গিত করা হয়েছে পোস্টে।
এই অপপ্রচারের ফলে সামাজিকভাবে তাঁদের সম্মানহানি হয়েছে। তাঁর আরও অভিযোগ, এই পোস্টগুলির পর একাধিক মানুষ ফোন করছেন। অসুস্থ অবস্থায় সেই ফোনের জবাব দিতে হচ্ছে কবিকে। ফলে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে এবং হয়রানি বাড়ছে বর্ষীয়ান লেখকের।