বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এবার হামলার মুখে সাংসদ রাজু বিস্তা, উত্তরে কি ক্ষোভ বাড়ছে BJP-র প্রতি?

October 19, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০.০৫: হামলার মুখে পড়লেন উত্তরবঙ্গের আরও এক বিজেপি জনপ্রতিনিধি। এবার দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার (Darjeeling MP Raju Bista) কনভয় লক্ষ্য করে ধেয়ে এল একের পর এক ইট। অভিযোগ, সুখিয়াপোখরির কাছে রাজুর কনভয়ে কয়েক জন হামলা করেন। জানা যাচ্ছে, শনিবার রিম্ভিক এবং লোধামায় ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। অভিযোগ, ফেরার সময় সন্ধ্যায় হামলা হয়। রাজুর কনভয় লক্ষ করে কে বা কারা ঢিল ছুড়েছেন, তা জানা যায়নি।

বিজেপি সাংসদ জানিয়েছেন, হামলার ঘটনায় কেউ আহত হননি। জোরবাংলো থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন তিনি। দার্জিলিঙের সাংসদের অভিযোগ, তাঁকে লক্ষ করেই পাথর ছোড়া হয়েছিল। ভাগ্যক্রমে সেটা তাঁর গাড়িতে না-লেগে কনভয়ে থাকা অন্য একটি গাড়ির গায়ে লাগে। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সাংসদ।

উত্তরবঙ্গকে নিজেদের গড় বলে পরিচয় দেয় বিজেপি। কিন্তু বিপর্যস্ত উত্তরের দিকে ফিরে তাকাচ্ছে না মোদী সরকার। নূন্যতম আর্থিক সাহায্য আসেনি কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় মন্ত্রীরা ঘুরে, ছবি তুলে যাচ্ছেন বলে অভিযোগ শানিয়েছেন খোদ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। অন্যদিকে, বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জনরোষে পড়ছেন একের পর এক বিজেপি সাংসদ বিধায়ক।

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। মুখে আঘাত পান খগেন। দু’জনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। শঙ্করকে হাসপাতাল থেকে ছাড়া হলেও খগেন এখনও চিকিৎসাধীন। কুমারগ্রাম ও তুফানগঞ্জের বিধায়কেরাও ক্ষোভের মুখে পড়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ত্রাণ অবধি ফিরিয়ে দিয়েছেন বন্যা পীড়িত মানুষ। যে বিজেপিকে বার বার ভোটবাক্সে উজাড় করে ভোট দিয়েছে উত্তরবঙ্গ, সেখানে এহেন হাল বিজেপির! অশনি সংকেত দেখছেন বঙ্গ বিজেপির নেতারা। এবারের উত্তরকে পাখির চোখ করেছে বিজেপি কিন্তু সে উত্তরবঙ্গে যদি এমন ধাক্কা খেতে হয়, তবে ছাব্বিশে কী হবে? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen