ভারতীয় চলচ্চিত্রের সব নজির ভেঙে অল টাইম রেকর্ড গড়ল ‘পুষ্পা’

পুষ্পা দ্য রাইজ’-এর বাজেট ছিল ১৯৩ কোটি টাকা। এবার পুষ্পা ২-এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি। শোনা যাচ্ছে ২০২৩ সালে ছবি বড়পর্দায় আসতে চলছে।

July 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় চলচ্চিত্রের এতদিনের সব রেকর্ড হেলায় ভেঙে ফেলছে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা দ্য রাইজ’। পুষ্পা-র ‘শ্রীভল্লী’ থেকে ‘ও আন্তাভা’ কিংবা ‘স্বামী স্বামী’ সব গানই শ্রোতা দর্শকদের মন জয় করেছে। এবার পুষ্পা দ্য রাইজ-এর ঝুলিতে নতুন রেকর্ড। করোনা পরবর্তী সময়ে দর্শকদের হলমুখী করতে পেরেছে পুষ্পা দ্য রাইজ। ওটিটি প্ল্যাটফর্মে‍ও ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবি। সব মিলিয়ে এই ছবির ভিউ হয়েছে ৫ বিলিয়ন। যা এর আগের কোন ভারতীয় ছবির ক্ষেত্রে হয়নি।

হিন্দি ভাষা অধ্যুষিত অঞ্চলেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে পুষ্পা। এছাড়াও বিশ্ব জুড়ে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ছবিটি প্রযোজনা সংস্থার ভেরিফায়েড পেজে লেখা হয়েছে, ‘‘ভারতের প্রথম অ্যালবাম যেটা ৫ বিলিয়ন ভিউ ছাড়াল’’। আর পোস্টারের উপর লেখা ‘অল টাইম রেকর্ড’।

‘পুষ্পা দ্য রাইজ’-এর সাফল্যের পর আরও চমক অপেক্ষা করছে ছবির সিকুয়্যাল অর্থাৎ ‘পুষ্পা ২’তে। ‘পুষ্পা’ মাধ্যমেই ১০০ কোটির ক্লাব থেকে রাতারাতি হাজার কোটির ক্লাবের তারকা হয়ে যান আল্লু অর্জুন। প্যান ইন্ডিয়া স্টারের তকমা পান তিনি। এবার ‘পুষ্পা ২’ ছবিটিকে আরও ঢেলে সাজানো হচ্ছে। বাজেট আগের ছবির তুলনায় প্রায় দ্বিগুণ। ‘পুষ্পা দ্য রাইজ’-এর বাজেট ছিল ১৯৩ কোটি টাকা। এবার পুষ্পা ২-এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি। শোনা যাচ্ছে ২০২৩ সালে ছবি বড়পর্দায় আসতে চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen