APAS: ২ কোটি মানুষের কাছে পৌঁছল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

২১শে সেপ্টেম্বর, প্রকল্পটির ৫৩তম দিনে, রাজ্য জুড়ে একদিনেই আয়োজিত হয়েছিল ৫৩৬টি শিবির, যেখানে এক দিনের রেকর্ড, প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ নিজেদের সমস্যার কথা জানান।
সোমবার পর্যন্ত এই শিবিরে মোট উপস্থিতি ছিল ১.৯ কোটি। স্থানীয় উন্নয়ন কাজের জন্য প্রতিটি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের দূরবর্তী ও দুর্গম অঞ্চল-সহ মোট ৮০ হাজার বুথে পৌঁছতে মোট ৩১ হাজার ৭৪০টি শিবিরের আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২৬ হাজার ৪৩১টি শিবির সফলভাবে আয়োজিত হয়েছে।
গত জুলাই মাসে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর সাফল্য নিশ্চিত করতে ৮০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুর্গাপূজার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে বলে জানানো হয়েছে, এবং তারপর নভেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এই শিবিরগুলি।