‘অমলতাস’ আসলে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ই, প্রথম কবিতার বই প্রসঙ্গে ঝিলম

২০২২ থেকে মোট দুটো ভৌতিক গল্পের বই এবং একটি রম্য রচনা লিখেছেন তিনি।

January 26, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

মধুরিমা রায়


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাঁর পরিচিতি , তিনি কন্টেন্ট ক্রিয়েটর। কোভিড কালে মানুষ যখন মানুষের থেকে দূরত্ব বজায় রেখেছেন বেঁচে থাকতে, সে সময়েই তিনি আট থেকে আশির সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন যন্ত্রের মাধ্যমে। তিনি ঝিলম গুপ্ত।

৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ঝিলমের প্রথম কবিতার বই ঋত প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। অমলতাস। বইটি প্রসঙ্গে ঝিলমকে ফোনে যোগাযোগ করে জানা গেল, তাঁর ছোট থেকেই লক্ষ্য ছিল কবিতার বই প্রকাশ। কবে থেকে ইচ্ছে ছিল? কেনই বা বইটির নাম অমলতাস? পরিবারের লোকজন কী বলছেন বই নিয়ে? গল্পচ্ছলে কথোপকথনে ঝিলম জানালেন, ‘ ছড়া পড়ার সময় থেকে স্কুলের সময়েই আমার লক্ষ্য ছিল আমার কোনও একদিন কবিতার বই হবে। কবিতা আমার খুব ভালো লাগে। অমলতাস নামটাও দিয়েছি ফুলটা খুব ভালোলাগে বলেই। মা বাবা তো জানেই মেয়ে দুমদাম কিছু না কিছু করেই, তাই ওঁদের ভালোই লাগছে তো বলছে।’ প্রিয় কবি কে? প্রিয় কবিতাই বা কী? এই প্রশ্নে আরও অনেক কবিতাপ্রেমীর মতোই ঝিলম বললেন জয় গোস্বামী এবং রবি ঠাকুরের নাম। সঙ্গে জুড়লেন বাংলাদেশের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর নাম। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত তাঁকে খুব টানে ছন্দের জন্য। তারাপদ রায় খুব পছন্দ করেন ঝিলম।


২০২২ থেকে মোট দুটো ভৌতিক গল্পের বই এবং একটি রম্য রচনা লিখেছেন তিনি। এবারের অমলতাসে লিখেছেন তিরিশটা কবিতা। উৎসুক পাঠক বইমেলা ঘুরে কিনছেন ঝিলমের কবিতার বই। শীতকালের বইমেলা তাই আনন্দেরই হওয়ার কথা ওঁর কাছে। কিন্তু শীত প্রসঙ্গে চিন্তিত ঝিলম বললেন, ‘ যাঁরা বলেন I LOVE WINTER, তাঁরা কখনও রাস্তায় সংসার যাঁদের, তাঁদের কথা ভাবেন? কুকুর বিড়ালগুলো কুঁকড়ে থাকে, ওদের কথা আমরা ভাবি? আমরা তো আরাম করে ঘরে লেপ কম্বলে নিজেদের মুড়ে রাখি, তাই না? শীত তাড়াতাড়ি বিদায় নিলেই ভালো।’


ব্যস্ততার ইদুর দৌড়ে আমরা যখন নিজেদের নিয়েই মশগুল, তখন ঝিলম অমলতাসের সঙ্গেই এই ভাবনাগুলোয় চুপ করে ডুব দিচ্ছে। ওঁকে কি তাহলে কবি ঝিলম গুপ্তই বলব এবার থেকে? ফোন রাখার আগে ঝিলম বলল, ‘ কবিতাও তো আসলে কনটেন্ট। তাই আমি শুরুতেও কন্টেন্ট ক্রিয়েটর, এখনও কন্টেন্ট ক্রিয়েটর।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen