Amarnath Yatra 2025: জিও ফেন্সিং থেকে ফেসিয়াল রেকগনিশন, পুণ্যার্থীদের নিরাপত্তায় নজিরবিহীন ব্যবস্থা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১১: অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের সুরক্ষায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা! এই প্রথমবার যাত্রাপথের গুরুত্বপূর্ণ এলাকা কুলগাঁওয়ে শুরু হয়েছে জিও ফেন্সিং (GEO-Fencing) প্রযুক্তির ব্যবহার। সঙ্গে রয়েছে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা (Facial Recognition Camera), যা আগেভাগেই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম।
গত ২২ এপ্রিল বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই ঘটনার পর থেকে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। প্রশাসন তাই অমরনাথ যাত্রা শুরুর আগেই কড়া পদক্ষেপ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জিও ফেন্সিংয়ের মাধ্যমে কুলগাঁওয়ের জাতীয় সড়ক এলাকায় পুণ্যার্থী ও যানবাহনের উপর রিয়েল টাইম নজরদারি (Surveillance) চালানো হচ্ছে। কেউ নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে সতর্কতা জারি হচ্ছে। সন্দেহজনক গতিবিধিও সহজেই ধরা পড়ছে।
এছাড়া, অমরনাথ যাত্রার (Amarnath Yatra) দুই গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা। পুলিসের তথ্যভাণ্ডারে থাকা অপরাধীদের চেহারা শনাক্ত করে তৎক্ষণাৎ সতর্কবার্তা দিচ্ছে এই প্রযুক্তি। ভিড়ের মধ্যে মিশে থাকা অপরাধীদের শনাক্ত করতেও এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী বলে জানিয়েছে কাশ্মীর পুলিস (Kashmir Police)। প্রশাসনের দাবি, এবার পুণ্যার্থীরা অনেক বেশি নিরাপত্তার আশ্বাস নিয়ে যাত্রা করতে পারবেন।