লকডাউনের ফলে দেশে বাড়তে পারে অনাহারে মৃত্যু, জানালেন অমর্ত্য সেন

গোটা দেশে লকডাউন চলছে। ২১ দিন টানা ঘরবন্দি মানুষ। অফিস আদালত দোকান বাজার সব বন্ধ। চলছে না কোনও যানবাহনও। পথে ঘাটে রিকশা, টোটোরও দেখা নেই। দিনমজুরদের কাজ গিয়েছে।

April 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোটা দেশে লকডাউন চলছে। ২১ দিন টানা ঘরবন্দি মানুষ। অফিস আদালত দোকান বাজার সব বন্ধ। চলছে না কোনও যানবাহনও। পথে ঘাটে রিকশা, টোটোরও দেখা নেই। দিনমজুরদের কাজ গিয়েছে।

দিন আনা দিন খাওয়া পরিবারে অনেকরই রেশনকার্ড নেই, জবকার্ড নেই। খাবার জুটবে কী করে। এই সংশয়ে দিন কাটছে মানুষের। জিনিসের দাম বাড়ছে। নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জিনিসের দাম। প্রবল সংকট তৈরি হয়েছে।

এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওা সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, যুদ্ধ করে হবে না। ভারতে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নইলে অনাহারে মৃত্যু বাড়বে। অসংখ্য মানুষের চাকরি যাবে। কাজ হারাতে শুরু করেছেন অসংখ্য মানুষ। খাদ্যের সংকট তৈরি হবে ধীরে ধীরে। যার পরিণতি অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ হবে ভারতে এমনই দাবি করেছেন অর্থনীতিবিদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen