Amazon lay off: এক ধাক্কায় ৩০ হাজার কর্মী ছাঁটাই!

October 29, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১১.৪০: বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে অন্যতম বিখ্যাত ই-কমার্স সংস্থা আমাজন (Amazon)। শোনা যাচ্ছে, সংস্থাটি একসঙ্গে প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটা করেছিল। ২০২২ সালে প্রায় ২৭ হাজার কর্মীকে বসিয়ে দিয়েছিল আমাজন। এবার সংখ্যাটা এক ধাক্কায় ৩০ হাজার! খবর মিলেছে, খুব শীঘ্রই ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে বলে খবর।

বিশ্বে প্রায় ১৫ লক্ষেরও বেশি মানুষ আমাজনে কাজ করেন। ব্যয় সংকোচনের জন্য বেশ কিছু শীর্ষ পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তারই পদক্ষেপ হিসাবে কর্মী ছাঁটাই বলে মনে করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে অনলাইন পরিষেবা ঠিক রাখতে আমাজন বিপুল কর্মী নিয়োগ করেছিল। এখন তাকে বোঝা বলে মনে করছে সংস্থা। তাই কর্মী সংকোচনের পথে হাঁটতে চলেছে ই-কমার্স সংস্থা। কোন দেশে কতজন কর্মী ছাঁটাই হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ভারতেও আমাজনের কর্মী সংখ্যা কম নয়। আশঙ্কা করা হচ্ছে, বিপুল ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়তে পারে।

আবার মনে করা হচ্ছে, ব্যায় সংকোচনের কথা আমাজন বললেও নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই গবেষণায় ব্যাপক টাকা লগ্নি করতে শুরু করেছেন জেফ বেজোস। বিনিয়োগের অঙ্ক হতে পারে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। গত কয়েকবছরে ফ্লিপকার্ট সহ একাধিক সংস্থা কর্মী সংকোচনের পথে হেঁটেছে। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) একাধিক কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen