ভারত-পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না আমেরিকা, জানালেন জেডি ভ্যান্স

জেডি ভ্যান্স জানান, তিনি আশাবাদী যে, এই পরিস্থিতি আরও বড় আকার নেবে না

May 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা।

তাঁর কথায়, ‘এটা আমাদের মাথাব্যথার বিষয়ই নয়।’ পাশাপাশি তিনি অবশ্য কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছেন। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, আমেরিকা সরাসরি এই যুদ্ধের মধ্যে জড়াবে না।

জেডি ভ্যান্স বলেন, ‘আমরা যা করতে পারি, তা হলো এই দুই পক্ষকে একটু ঠান্ডা মাথায় আলোচনায় আসার আহ্বান জানানো। কিন্তু আমরা কোনওভাবেই এমন এক যুদ্ধে ঢুকব না, যার সঙ্গে আমেরিকার সরাসরি কোনও সম্পর্ক নেই এবং যা আমেরিকা নিয়ন্ত্রণও করতে পারবে না।’

তবে জেডি ভ্যান্স জানান, তিনি আশাবাদী যে, এই পরিস্থিতি আরও বড় আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের দিকে যাবে না। তাঁর কথায়, ‘আমাদের আশা ও প্রত্যাশা, এই দ্বন্দ্ব কোনও বিস্তৃত আঞ্চলিক সংঘাতের রূপ নেবে না, পরমাণু যুদ্ধেও পরিণত হবে না। এখনকার পরিস্থিতি দেখে সেটা আমরা মনে করি না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen