‘আমি ও অপু’ – আবার রূপোলি পর্দায় ‘পথের পাঁচালি’

বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘অ’ লেখা একটি পোস্টার শেয়ার করছিলেন সুমন। কিন্তু কি বা কে এই ‘অ’? জল্পনার অবসান ঘটালেন সুমন নিজেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ‘আমি ও অপু’ নিয়ে আসছেন সুমন।

January 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
সৌজন্য: Suman Maitra

কিছুদিন আগেই তাঁর নতুন ছবি ‘ইচ্ছে উড়ান’-এর নাম ঘোষণা করেছেন সুমন মৈত্র। এই ছবির শুটিং শুরু হওয়ার কথা শীঘ্রই। তারই মধ্যে চমক দিলেন পরিচালক। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘অ’ লেখা একটি পোস্টার শেয়ার করছিলেন সুমন।

কিন্তু কি বা কে এই ‘অ’? জল্পনার অবসান ঘটালেন সুমন নিজেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ‘আমি ও অপু’ নিয়ে আসছেন সুমন।

সৌজন্য: Suman Maitra

সত্যজিৎ যে কালজয়ী ছবি বানিয়ে গেছেন সেটি সিনেমাপ্রেমী বাঙালির কাছে সর্বকালীন প্রিয়। তাছাড়া ‘পথের পাঁচালী’ বাঙালির আবেগের সঙ্গে জড়িত। অবশ্য সত্যজিতের ছবির সঙ্গে কোনওরূপ মিল নেই ‘আমি ও অপু’র, দাবী পরিচালকের।

উনি সম্পূর্ণ নিজের মত করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘পথের পাঁচালী’কে উপস্থাপন করতে চাইছেন। তবে ‘পথের পাঁচালী’র মতই ওনার ছবির ক্ষেত্রেও অপু এবং দুর্গা ভীষণ গুরুত্বপূর্ণ দু’টি চরিত্র।

শুধুমাত্র বিভূতিভূষণ নয়, সুমনের ছবিতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের গ্রামবাংলার চিরচেনা নৈসর্গিক রূপ। ‘আমি ও অপু’র মূল ভাবনা এবং চিত্রনাট্য তাঁরই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen