টার্গেট ২৬ শের ভোট, SIR কর্মসূচির মাঝেই জানুয়ারিতে রাজ্যজুড়ে প্রচারে নামছেন অভিষেক
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৮: রাজ্যজুড়ে জোরকদমে চলছে SIR-র কাজ। আর সেই আবহে সংগঠনকে চাঙ্গা করতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নতুন বছরেই জেলা সফরে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দলীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আগামী ২৮ ডিসেম্বর এসআইআর (SIR) কর্মসূচি নিয়ে আরও একটি পৃথক বৈঠক করবেন অভিষেক। এরপর নতুন বছরের শুরু থেকেই টানা এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার অভিযান চালাবেন তিনি।
অভিষেক জনসংযোগে গুরুত্ব দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ”মানুষের সঙ্গে কথা বলার সময় কোনও ঔদ্ধত্য নয়। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়।”
তৃণমূল কংগ্রেস সূত্রে অভিষেকের জেলা সফরের যে প্রাথমিক সূচি পাওয়া গিয়েছে, তা হল-২ জানুয়ারি বারুইপুর, ৩ জানুয়ারি জলপাইগুড়ি, ৪ জানুয়ারি বীরভূম, ৫ জানুয়ারি বিষ্ণুপুর, ৭ জানুয়ারি ইটাহার, ৮ জানুয়ারি মালদহ, ১৩ জানুয়ারি কোচবিহার এবার শেষে ১৫ জানুয়ারি কাঁথি।
সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্টদের সম্মেলনে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, এবার আর শীতকালীন ‘পিকনিক’ নয়, পিকনিক হবে ২০২৬-এর জয়ের পর। সেই নির্দেশ মেনেই সংগঠনকে পুরোপুরি ভোটের মোডে নিয়ে যেতে চাইছেন অভিষেক।
রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই জেলা সফরের মূল লক্ষ্য দুটি। প্রথমত, রাজ্য সরকারের ‘রিপোর্ট কার্ড’ বা উন্নয়নের খতিয়ান মানুষের দরবারে পৌঁছে দেওয়া। দলের কথায়, “বাঙালির প্রাপ্য দিল্লি আটকে রাখলেও, বাংলা থেমে থাকেনি।” কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য তার নিজস্ব তহবিল থেকে কীভাবে জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে, তা তুলে ধরা হবে প্রতিটি সভায়।
দ্বিতীয়ত, দলের অভ্যন্তরীণ প্রস্তুতি। বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করা এবং গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে এক ছাতার তলায় নিয়ে এসে ভোটের লড়াইয়ে নামানো।