বাংলায় সম্প্রীতি নষ্ট করছেন অমিত মালব্য, নির্বাচন কমিশনে অভিযোগ TMC-র

প্রশ্ন তুলেছিলেন, ”হিন্দু রীতি মেনে কিছু করা কি বাংলায় অপরাধ?” তৃণমূল এই প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশনে।

March 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নির্বাচন কমিশনে অভিযোগ TMC-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নদীয়ার চাকদা বিধানসভার ১ নম্বর চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া মোড়ে রবিবার একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। কিন্তু তিনি অভিযোগ করেন, তৃণমূলের তরফে তাঁকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনাস্থলে দুই পক্ষের বচসাও হয়েছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। প্রশ্ন তুলেছিলেন, ”হিন্দু রীতি মেনে কিছু করা কি বাংলায় অপরাধ?” তৃণমূল এই প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশনে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাতে বলা হয়েছে, সোশ্যাল মাধ্যমে ভুল খবর ছড়িয়ে বাংলায় সম্প্রীতি নষ্ট করছেন অমিত মালব্য (Amit Malviya)। তিনি ইচ্ছে করে উস্কানিমূলক প্রশ্ন করছেন। এমন কাজ করে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও দাবি করেছে শাসক শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen