গেরুয়া IT সেলের পদ খোয়াতে চলেছেন অমিত মালব্য?

বাংলায় এবারেও বিজেপির আশা ভঙ্গ হয়েছে। আসন বাড়ার বদলে কমে গিয়েছে। এতেই দলের রোষে পড়েছেন মালব্য

July 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অমিত মালব্য, এক্স হ্যান্ডেলে তিনি বিস্ফোরক পোস্ট করেন, দলের আইটি সেল সামলান। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে বাংলার দায়িত্বেও তিনি ছিলেন। তবে এবার তাঁর রাজনৈতিক জীবনকে হিমঘরে পাঠাতে চলেছে বিজেপি। এমনই খবর শোনা যাচ্ছে নানা মহলে। বাংলায় এবারেও বিজেপির আশা ভঙ্গ হয়েছে। আসন বাড়ার বদলে কমে গিয়েছে। এতেই দলের রোষে পড়েছেন মালব্য। কেবল তাই-ই নয়। ভোটের ফল বেরোনোর পর বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে অমিত মালব্যের বিরুদ্ধে।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার ভাই আরএসএস নেতা শান্তনু সিনহা অমিত মালব্যের বিরুদ্ধে কামিনী তত্ত্ব খাড়া করছেন। বিজেপির পার্টি অফিস এবং কলকাতার পাঁচ তারা হোটেলে মহিলাদের উপর যৌনপীড়ন চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিজেপি তা ধামাচাপা দিলেও, শীঘ্রই অমিত মালব্যকে আইটি সেলের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen