সেবক সংঘে শাহ নেই, সন্তোষ মিত্র স্কোয়ারে সুকান্ত গরহাজির, ফের বঙ্গ BJP-তে আদি-নব্য সংঘাত!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: চতুর্থীর দিন কলকাতায় ঝটিকা সফরে এসে একাধিক পুজো উদ্বোধনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তাঁর উপস্থিতি ঘিরেই ফের মাথাচাড়া দিয়েছে বঙ্গ বিজেপির (BJP) আদি-নব্য দ্বন্দ্ব। বিশেষ করে দক্ষিণ কলকাতার সেবক সংঘে শাহের না যাওয়া এবং উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে সুকান্ত মজুমদারের অনুপস্থিতি দলীয় অন্দরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো উদ্বোধন শেষ মুহূর্তে বাতিল হয়। তৃণমূল শিবিরের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে সম্ভাব্য ভিড়ের আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেন শাহ। তবে গেরুয়া শিবিরের একাংশের মতে, সেবক সংঘের পুজোর মূল উদ্যোক্তা পুরনো বিজেপি নেতা মৃণালকান্তি দাস, যিনি রাহুল সিনহা ও শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। তাই দলের ‘ক্ষমতাসীন’ গোষ্ঠী পরিকল্পিতভাবে শাহকে সেখানে যেতে দেয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শমীক শিবির বলেও খবর।
অন্যদিকে, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) পুজো উদ্বোধনে শাহকে নিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অথচ, সেখানে উপস্থিত ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), যিনি শাহর সফরসঙ্গী হিসেবেই কলকাতায় এসেছিলেন। প্রোটোকল অনুযায়ী রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) উপস্থিত থাকলেও সুকান্তর অনুপস্থিতি নিয়ে দলীয় অন্দরে প্রশ্ন উঠেছে।
শাহর সফর নিয়েও ক্ষোভ রয়েছে গেরুয়া শিবিরে। অভিযোগ, তিনি কার্যত দায়সারা ভঙ্গিতে পুজো উদ্বোধন করেছেন। সন্তোষ মিত্র স্কোয়ারে কাটিয়েছেন মাত্র ১৫ মিনিট, আর সল্টলেক ইজেডসিসির পুজোয় ছিলেন প্রায় পাঁচ মিনিট। ইজেডসিসির পুজো মূলত নব্য বিজেপি (BJP) নেতাদের উদ্যোগেই হয়েছে। ফলে শাহকে দিয়ে উদ্বোধন করিয়ে নব্য গোষ্ঠী শক্তি প্রদর্শন করল বলেই মনে করছে দলের একাংশ। দলীয় সূত্রের মতে, শাহর সফর শেষে ফের স্পষ্ট হয়েছে, আদি-নব্য গোষ্ঠীসংঘাত এখনও বিজেপির রাজ্য সংগঠনকে জর্জরিত করছে।