এবার আন্দামানে নামবদলের রাজনীতি অমিত শাহের, মাউন্ট হ্যারিয়ট হল মাউন্ট মণিপুর

পোর্ট ব্লেয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরেই তিনি এই নয়া নাম ঘোষণা করেন।

October 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রবিবারই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম আকর্ষণ মাউন্ট হ্যারিয়টের নাম বদলে করা হয়েছে ‘মাউন্ট মণিপুর’। পোর্ট ব্লেয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরেই তিনি এই নয়া নাম ঘোষণা করেন।

তবে হঠাৎ করে কেন এই নামকরণ, সেই প্রশ্ন সকলের মনেই জাগছে। আন্দামান-নিকোবরের সঙ্গে মণিপুরের যোগসূত্র আজকের নয়। ১৮৯১ সালে অ্যাংলো-মণিপুর যুদ্ধের সময় আন্দামান-নিকোবরের ওই মাউন্ট হ্যারিয়টেই ঘাঁটি গেড়ে মণিপুরের মানুষ ব্রিটিশদের আটকে দিয়েছিল। ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে বীরদর্পে তাঁরা লড়াই করেছিলেন। সেই সময় রাজা কুলচন্দ্র ও তাঁর ভাইয়ের সঙ্গে ২৩ জনকে আন্দামানে বন্দি করা হয়।

ইম্ফলের ইতিহাসবিদ ওয়াঙ্গাম সমরজিৎ বলেন, ‘ওই ২৩ জনকেই মণিপুরের নায়ক হিসেবে মনে করেন মানুষ। সেই কারণেই মাউন্ট হ্যারিয়ট অ্যাংলো-মণিপুর যুদ্ধের এক অন্যতম প্রতীক।’ সেই কারণেই এবার হ্যারিয়টের নাম বদলে ‘মাউন্ট মণিপুর’ করা হয়।

বর্তমানে পাহাড়ি ওই এলাকায় জেলা প্রশাসনের তরফে বাংলো তৈরি করে গেস্ট হাউসের রূপ দেওয়া হয়েছে। মাউন্ট হ্যারিয়ট জাতীয় উদ্যান দেখতে বহু পর্যটকই আসেন। তাঁদের জন্যই ওই গেস্ট হাউস বানিয়ে পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করার প্রয়াস নিয়েছে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen