দক্ষিণ কলকাতায় শাহের পুজো উদ্বোধন বাতিল! কী বলছে তৃণমূল?

September 24, 2025 | 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৩: শোনা গিয়েছিল, কলকাতায় মোট তিনটে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জল্পনা ছিল, সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি ছাড়াও দক্ষিণ কলকাতায় একটি পুজোমণ্ডপের উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থীতে পুজো উদ্বোধনের জন্য আগের দিন রাতে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর কলকাতায় আসার কথা শাহের।

এখন শোনা যাচ্ছে, দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপের উদ্বোধন বাতিল করেছেন শাহ। তৃণমূলের দাবি, লোক হবে না-বলেই নাকি পুজো উদ্বোধন বাতিল করেছেন শাহ।

২৬ সেপ্টেম্বর, দক্ষিণ কলকাতায় ৫৬ লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো মণ্ডপের উদ্বোধন করার কথা ছিল শাহে। যা নিয়ে কুণাল ঘোষ X হ্যান্ডেলে লিখেছেন, ‘‘লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল । ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে ২৬/৯ চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।”

উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের পুজো আগেও উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সল্টলেকের পুজোর আয়োজন করে বিজেপি। ফলে এই দুই পুজো যে তিনি উদ্বোধন করবেন তা কার্যত নিশ্চিত। দক্ষিণ কলকাতায় অমিত শাহের পুজো উদ্বোধনের ঘোষণা কার্যত চমক ছিল। কিন্তু তৃণমূলের দাবি, সেই পুজো উদ্বোধনে আসছেন না অমিত শাহ। বিজেপির নেতা, কর্মীদের জন্য যা রীতিমতো ধাক্কার সামিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen