Amit Shah: বিরোধীদের বিক্ষোভে ক্ষেপে গেলেন অমিত শাহ, প্রশ্নবিদ্ধ বিজেপি সরকার

অমিত শাহ বলেন, “নিজের দেশের বিদেশমন্ত্রীর কথা কি আপনারা বিশ্বাস করবেন না?” – কিন্তু এই মন্তব্যও থামাতে পারেনি বিরোধীদের ক্ষোভ।

July 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Amit Shah gets angry over opposition protests
Amit Shah gets angry over opposition protests

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: সোমবার লোকসভায় (Lok Sabha) চরম উত্তেজনার সৃষ্টি হয় অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আলোচনার সময়। পহেলগাঁও (Pahalgam) হামলার প্রেক্ষিতে ভারতের অবস্থান ও প্রতিক্রিয়া নিয়ে বক্তব্য রাখছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar)। কিন্তু বক্তব্য চলাকালীন বারবার বাধা দেন বিরোধী দলগুলির সাংসদরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)।

অমিত শাহ বলেন, “নিজের দেশের বিদেশমন্ত্রীর কথা কি আপনারা বিশ্বাস করবেন না?” – কিন্তু এই মন্তব্যও থামাতে পারেনি বিরোধীদের ক্ষোভ। বরং লোকসভা জুড়ে শোনা যায় প্রবল ব্যাঙ্গাত্মক ধ্বনি (boos)।

এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিরোধী পক্ষের অভিযোগ, পহেলগাঁওয়ের হামলা এবং তার পরবর্তী কূটনৈতিক প্রতিক্রিয়ার ব্যর্থতাকে চাপা দিতেই একরকম জোরজবরদস্তি করছে বিজেপি (BJP)। দেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা এড়িয়ে চলছে কেন্দ্র।

তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দল দাবি করেছে, বিজেপি এখন যেকোনও প্রশ্ন বা সমালোচনাকে দেশবিরোধী আখ্যা দিয়ে চাপা দিতে চায়। কিন্তু একটি গণতান্ত্রিক দেশের সংসদে বিদেশমন্ত্রীর বক্তব্যকে ঘিরে যদি একটিও প্রশ্ন তোলা না যায়, তবে সেই সংসদ কতটা কার্যকর – তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

এছাড়াও, অমিত শাহের হস্তক্ষেপকে অনেকে দেখছেন সংসদীয় প্রক্রিয়াকে কুক্ষিগত করার আরেকটি প্রয়াস হিসেবে।

অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের গা-ছাড়া মনোভাব ও বিজেপির অহঙ্কারী আচরণ আজ স্পষ্ট। দেশের মানুষ এখন শুধু নীরব শ্রোতা হয়ে থাকতে রাজি নয়। তাঁরা চান সঠিক তথ্য, জবাবদিহি এবং সংসদে বাস্তব ও গণতান্ত্রিক বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen