বঙ্গে শাহ, দিল্লিতে মমতা! জুনের শুরুতে তোলপাড় হবে জাতীয় রাজনীতি?

May 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: মোদীর পর বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সফর ঘিরে জল্পনার অন্ত নেই। নির্ধারিত হয়েও পিছিয়ে গিয়েছে তাঁর বঙ্গ সফর। শোনা যাচ্ছে, অমিত শাহ যখন বাংলায় আসবেন, তখন দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূলের সর্বময় নেত্রীর রাজধানী সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। অমিত শাহের সফরসূচিও ঘোষিত হয়নি। দুই সফরের সময় মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৩১ মে রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। ১ জুন তাঁর দু’টি কর্মসূচিতে থাকার কথা ছিল। পরে জানা যায়, প্রায় এক সপ্তাহের জন্য অমিত শাহের বঙ্গ সফর পিছিয়ে গিয়েছে। যদিও এই নিয়ে মুখ খোলেননি বঙ্গ বিজেপির নেতারা।

জুনের প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন বলে সূত্রের খবর। দিল্লি গেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর দেখা হতে পারে বলেও শোনা যাচ্ছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে রাজ্যের বকেয়া নিয়ে দাবি জানাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এখন দেখা রাজনীতির ঘটনাক্রম কোন দিকে গড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen