শাহ-বিস্তা সাক্ষাৎ, ফেরা মাথাচাড়া দিচ্ছে BJP-র বাংলা ভাগের জিগির?

রাজু বিস্তা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয়ে কথা হয়েছে তাঁর।

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৪: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা। সূত্রের খবর, বৈঠকে তিনি পাহাড়, তরাই, ডুয়ার্সের স্থায়ী রাজনৈতিক সমাধানের আর্জি জানিয়েছেন। এতেই ফের মাথাচাড়া দিয়েছে BJP-র বাংলা ভাগের জল্পনা।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদের স্থায়ী রাজনৈতিক সমাধানের আবেদনকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের আগে কি ফের বঙ্গভঙ্গ ইস্যুতে সক্রিয় হচ্ছে বিজেপি? এজেন্ডা কি গোর্খাল্যান্ড?

অভিযোগ উঠছে, স্থায়ী রাজনৈতিক সমাধানের আড়ালে গোর্খাল্যান্ডের দাবিই জানিয়ে এসেছেন গেরুয়া দলের সাংসদ। রাজু বিস্তা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয়ে কথা হয়েছে তাঁর। পাহাড়, তরাই, ডুয়ার্সের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি। এতেই বঙ্গভঙ্গের জল্পনা উসকে উঠেছে। যদিও বাংলা ভাগের জিগির তুলে ফসল ঘরে তুলতে পারেনি বিজেপি। উল্টে উত্তরে বিজেপির ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক নির্বাচনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen