আজ বাংলায় অমিত শাহের অনলাইন জনসভা

আনলক ১.০’ য়ের শুরুতেই প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জনসভা করবেন অমিত শাহ।

June 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলা জয়ে পাখির চোখ ২০২১। তাই আজ প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, কর্মী, সমর্থকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জনসভা করবেন অমিত শাহ।

এই ঘোষণাকে কেন্দ্র করে মুরলীধর সেন লেন জুড়ে এখন তৎপরতা তুঙ্গে। করোনা পরিস্থিতি মোকাবিলা ও আম্পান ত্রাণকার্য নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব গেরুয়া নেতারা। রাজ্যব্যাপী পুরভোট ও পরের বছর বিধানসভা ভোট। তার আগে বিরোধের সেই চড়া সুর বজায় রাখতে শাহ রাজ্য নেতৃত্বকে দিকনির্দেশ করতে পারেন বলে খবর।

অমিত শাহ

দলের রাজ্যসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, ‘ভিডিও সমাবেশের মাধ্যমে দলের প্রত্যেক নেতা, কর্মী, সমর্থকের কাছে বার্তা পৌঁছে যাবে। প্রথম বৈঠক হবে ৮ই জুন। সেদিনই দিল্লি থেকে বাংলার দলীয় নেতা, কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন অমিত শাহ।’

তিনি জানান, ‘প্রতিটি ভিডিও বৈঠকে বিজেপি নেতা, কর্মী মিলিয়ে হাজার জন হাজির হতে পারবেন। অন্যরাও দর্শক হিসাবে উপস্থিত হতে পারেন। রাজ্য নেতৃত্ব অমিতজির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।’

তৃণমূল সরকারের বিরুদ্ধে বলার পাশাপাশি এই ভিডিও বৈঠকে দ্বিতীয় মোদী সরকারের প্রথম বছরের সাফল্যের খতিয়ানও পেশ করা হবে। যা ভোটের আগে ভোটারদের কাছে তুলে ধরতে পারবেন দলের নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen