জানুয়ারির পর মার্চেও বাতিল শাহের বঙ্গ সফর! বাংলা নিয়ে আগ্রহ হারাচ্ছে BJP?

দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তাই নিয়ে গুঞ্জন চলছে। তখনই জানা গিয়েছিল, রাজ্যে আসছেন অমিত শাহ।

March 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
জানুয়ারির পর মার্চেও বাতিল শাহের বঙ্গ সফর! বাংলা নিয়ে আগ্রহ হারাচ্ছে BJP? ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চের শেষে বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা গিয়েছিল, চলতি মাসের শেষেই বাংলায় আসতেন পারেন অমিত শাহ। বঙ্গ বিজেপিও তাই দাবি করেছিল। কিন্তু শনিবার জানিয়ে দেওয়া হল, মার্চের শেষে বাংলার আসছেন না অমিত শাহ।

জানা গিয়েছিল, মাসের শেষে ২৯ তারিখ রাতে অমিত শাহ আসছেন বঙ্গ সফরে। একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বঙ্গ বিজেপিতে তোড়জোড় শুরু হয়ে যায়। এখন জানানো হয়েছে, অমিত শাহের বঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। সূত্রের খবর, ৩১ মার্চ ইদ রয়েছে। সে কারণেই নাকি তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি রাখছেন না। প্রসঙ্গত, জানুয়ারি মাসেও অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল। সেই কর্মসূচিও বাতিল হয়েছিল।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আসছেন না। তিনি কবে বঙ্গ সফরে আসবেন, সে’বিষয়ে কিছু জানা যায়নি। সল্টলেকে ১৬ মার্চ বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক বসেছিল। দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তাই নিয়ে গুঞ্জন চলছে। তখনই জানা গিয়েছিল, রাজ্যে আসছেন অমিত শাহ। ২৯ মার্চ রাতে অমিত শাহ রাজ্যে আসছেন। ৩০ তারিখ তিনি বাংলায় থাকবেন। সাংগঠনিক বৈঠক করবেন। ভোটের আগে গেরুয়া শিবির প্রস্তুতি, আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, ইত্যাদি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আপাতত সবই ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে।

দিল্লির রাজনৈতিক অলিন্দে শোনা যাচ্ছে, রাজ্যসভায় সাকেত গোখলের দাওয়াইয়ের পর বঙ্গ সফর নিয়ে দু’বার ভাবছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen