জামাইষষ্ঠীর দিনে অমিত শাহের সভা না শ্বশুর বাড়ি? মহা ফাঁপরে পড়েছেন BJP বিধায়কেরা

May 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
জামাইষষ্ঠীর দিনে অমিত শাহের সভা না শ্বশুর বাড়ি?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: আজ শনিবার দু’দিনের বঙ্গ সফরে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী রাত সাড়ে ন’টা নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বাইপাসের একটি অভিজাত পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন।

রবিবার সকাল ১১টা নাগাদ সিএফএসএল রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর হোটেলে ফিরে এসে বেশকিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মধ্যাহ্নভোজের কথা রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সরাসরি যাবেন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে। স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এদিকে রবিবার জামাইষষ্ঠী। ওই দিন শ্বশুরবাড়িতে আপ্যায়িত হন বাংলার জামাইকুল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় দলের সব বিধায়কের উপস্থিতি ‘বাধ্যতামূলক’ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ নেতার সভায় উপস্থিত না হলে দলের রোষানলে পড়তে হবে। আর শ্বশুরবাড়ি না গেলে পড়তে হবে স্ত্রী (হোম মিনিস্টার) এবং শ্বশুরবাড়ির অনুযোগের মুখে। ফলে এখন মহা ফাঁপরে বিজেপির অনেক বিধায়ক থেকে নেতা-কর্মীরা।

এর একটা সমাধানও করে দিয়েছেন অকৃতদার শুভেন্দু! বলেছেন, ‘‘জামাইষষ্ঠী তো সারা দিন ধরে চলবে। তাই শ্বশুরবাড়ি গিয়ে খাওয়াদাওয়া বা উপহার বিনিময় সন্ধ্যা অথবা রাতের দিকেও হতে পারে। সভায় যোগ দেওযার পরে বিকেল ৪টের পর সকলেই নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। তখন তোমরা শ্বশুরবাড়ি যেতেই পারেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen