Amitabh Bachchan: বলিউড ‘শাহেনশাহ’র জন্মদিন আজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৫১: আজ ১১ অক্টোবর, বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান তাঁকে এনে দিয়েছে ‘শতাব্দীর মহানায়ক’-এর খেতাব। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের নানা প্রান্তের মানুষ, সহকর্মী ও ভক্তরা।
১৯৪২ সালের এই দিনে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ হরিবংশ রাই বচ্চন (Amitabh Bachchan)। বাবা ছিলেন খ্যাতনামা কবি হরিবংশ রাই বচ্চন, মা তেজি বচ্চন। ছোটবেলা থেকেই সাহিত্যের আবহে বড় হওয়া অমিতাভের কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব তাঁকে নিয়ে যায় অভিনয়ের জগতে।
১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন শোম’ ছবিতে ভয়েসওভারের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু। এরপর ‘আনন্দ’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘মর্দ’, ‘নমক হালাল’ একাধিক হিট ছবিতে অভিনয় করে গড়ে তোলেন একচ্ছত্র আধিপত্য। তাঁর ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজ হয়ে ওঠে এক প্রজন্মের প্রতীক।
নব্বইয়ের দশকে কিছুটা ছন্দপতনের পর ২০০০ সালে ‘মহব্বতে’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন। এরপর ‘ব্ল্যাক’, ‘বাগবান’, ‘পিঙ্ক’, ‘পিকু’, ‘সরকার’, ‘ব্রহ্মাস্ত্র’ – নতুন যুগের ছবিতেও সমান দক্ষতায় অভিনয় করে প্রমাণ করেন, বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা।
পুরস্কার ও সম্মাননা
– জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ৪ বার (সেরা অভিনেতা)
– ফিল্মফেয়ার পুরস্কার: ১৬ বার
– দাদাসাহেব ফালকে পুরস্কার: ২০১৮
– পদ্মশ্রী (১৯৮৪), পদ্মভূষণ (২০০১), পদ্মবিভূষণ (২০১৫)
– ফ্রান্স সরকারের ‘অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার’ (২০০৭)
শুধু অভিনেতা নন, তিনি সফল গায়ক, প্রযোজক ও টেলিভিশন সঞ্চালক। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁর সঞ্চালনা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে।
দক্ষিণ এশিয়া ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা-বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাঁর অগণিত ভক্ত। ১৯৯৯ সালে বিবিসির এক জরিপে তিনি নির্বাচিত হন ‘মঞ্চ বা পর্দার সর্বশ্রেষ্ঠ তারকা’ হিসেবে।