KBC-র মঞ্চে অমিতাভকে ধমক! খুদে প্রতিযোগীর ‘ঔদ্ধত্য’-এ উত্তাল নেটদুনিয়া

October 13, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (KBC) মঞ্চে ঘটে গেল এমন এক ঘটনা, যা মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেবিসি জুনিয়রের সাম্প্রতিক এক পর্বে পঞ্চম শ্রেণির এক খুদের অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথনের ধরন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই বলছেন, এই প্রজন্ম কি শিষ্টাচার ভুলে যাচ্ছে?

 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হট সিটে বসে থাকা দশ বছর বয়সি ওই প্রতিযোগী খেলার নিয়ম ব্যাখ্যা করার সময় অমিতাভকে থামিয়ে দিয়ে বলে, “আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি জানি। আপনি শুধু অপশন তো দিন।” (ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি) এরপর ‘রামায়ণ’ সংক্রান্ত প্রশ্ন শেষ হওয়ার আগেই সে সাইরেন বাজিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে এবং বলে ওঠে, “এটা আবার কোনও প্রশ্ন হল নাকি? যদিও শেষমেশ সে সঠিক উত্তর দিতে পারেনি।” যদিও শেষ পর্যন্ত সে সঠিক উত্তর দিতে পারেনি এবং পুরস্কার ছাড়াই ফিরে যেতে হয়।

 

https://www.instagram.com/reel/DPt5ctkkpSB/?utm_source=ig_web_copy_link

 

খুদে প্রতিযোগীর আচরণ প্রসঙ্গে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মন্তব্য করেন, “কখনও কখনও বাচ্চারা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল করে ফেলে।”

 

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাংশের মতে, শিশুটির আচরণ ছিল অত্যন্ত উদ্ধত এবং অশোভন। অনেকেই তার অভিভাবকদের দায়ী করে বলেছেন, শিষ্টাচার শেখানোই ছিল মূল দায়িত্ব। কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করেছেন, লাগাতার ট্রোলিং শিশুটির মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

 

তবে বিতর্কের মাঝেও প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর ধৈর্য, সংযম এবং নম্রতা, সব মিলিয়ে পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছেন, তা প্রশংসনীয় বলেই মনে করছেন দর্শকদের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen