অবশেষে স্বস্তি, করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ
অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে। যদিও কোমর্বিডিটির কারণে হাসপাতালে থাকছেন অভিষেক।
August 2, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

করোনার কালবেলায় হাজার হাজার ভক্তের জন্য দারুণ সুখবর। অবশেষে করোনাকে জয় করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। রবিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ট্যুইটারে এই খবর শেয়ার করেছেন। অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে। যদিও কোমর্বিডিটির কারণে হাসপাতালে থাকছেন অভিষেক।
অমিত শাহের আরোগ্য কামনা করে ইতিমধ্যেই #GetWellSoonAmitShah ট্রেন্ড শুরু হয়েছে। ওনার দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও