অবসর ঘোষণার পরও ফের শ্যুটিং শুরু করছেন অমিতাভ, কোন ছবির জন্য জানেন?

অমিতাভের পাশাপাশি কল্কি সিক্যুয়েলে ‘কমান্ডার মানস’ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের ফিরে আসার কথাও শোনা যাচ্ছে সর্বত্র।

March 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)-র সিক্যুয়ালের কার্যত প্রাণপুরুষ ছিলেন তিনি। অমিতাভ বচ্চন। আর এবার, এই ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু করতে চলেছেন অমিতাভ। শোনা যাচ্ছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ -র থেকে অনেক বড়ভাবে তাঁর চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা।

‘বয়স হচ্ছে, সংলাপ মনে রাখতে পারছি না…’, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাই সকলকে জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। ছোট পর্দা এবং বড় পর্দা থেকে তিনি নাকি বিদায় নিতে চলেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। দু মাসের মধ্যে অযোধ্যায় দু’বার জমি কিনে নেওয়ার খবরই অভিনেতার অবসর নেওয়ার জল্পনা আরও বাড়িয়ে দেয়। কিন্তু এবার যা জানা গেল, তা সমস্ত গুজবকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

কল্কির প্রথম পর্বে ‘অশ্বত্থামা’ চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অমিতাভ। দ্বিতীয় পর্বেও নাকি দেখা যাবে বিগ বি কে! জানা গেছে, অভিনেতাও নাকি এই প্রস্তাবে রাজি হয়েছেন। অভিনেতার বড়পর্দায় কাজ করার খবর পাওয়া মাত্রই সকলের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ছোট পর্দাতেও দেখা যাবে তাঁকে? শোনা যাচ্ছে, ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের আগামী পর্বেও নাকি দেখা যাবে না অভিনেতাকে। তবে এই বিষয়ে অমিতাভের তরফ থেকে এখনো কিছুই জানা যায়নি।

অমিতাভের পাশাপাশি কল্কি সিক্যুয়েলে ‘কমান্ডার মানস’ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের ফিরে আসার কথাও শোনা যাচ্ছে সর্বত্র। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম পর্বেই আমার মৃত্যু দেখানো হয়েছে। সিনেমায় দ্বিতীয় পর্বে আমার ফিরে আসার সম্ভাবনা সত্যিই খুব কম। এই বিষয় নিয়ে এখনও পরিচালক বা সিনেমার টিমের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। আগামী দিনে জানানো হলে অবশ্যই জানাবো।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen