‘দেবীচৌধুরানী’র ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ! বাংলায় শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রসেনজিৎকে, কী লিখলেন তিনি?

September 23, 2025 | < 1 min read
Published by: Manas Modak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৬: ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ঐতিহাসিক ছবি ‘দেবী চৌধুরানী’, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের আধারে নির্মিত। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয়ে জীবন্ত হয়ে উঠছে এক নারীর আত্মপরিচয়, সংগ্রাম ও বিদ্রোহের কাহিনি।

ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে রীতিমত স্তব্ধ দর্শকরা। ইংরেজদের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহের আঙ্গিকে তৈরি এই ছবির কয়েক মিনিটের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে কত অসাধারণ ছবি হতে চলেছে এই সিনেমাটি। স্বয়ং অমিতাভ বচ্চন এই ছবির ট্রেলার দেখে মুগ্ধ। ছবির জন্য আগাম শুভেচ্ছাও পাঠালেন বিগ বি। তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করে লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা বুম্বা, তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা।’ অমিতাভের বার্তা শেয়ার করে প্রসেনজিৎ আবার লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ অমিতজি। আপনার সাপোর্ট শুধু আমার জন্য নয় আমার গোটা টিমের জন্য অনেক বড় প্রাপ্তি।’ ‘বিগ বি’র পোস্টটি শেয়ার করেছেন শ্রাবন্তীও।

প্রসঙ্গত, সাধারণ গৃহবধূ, যে কিনা স্বামীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সেই প্রফুল্লকে যখন শ্বশুরবাড়ি ছাড়তে হয় তখন ভাগ্য তাকে এনে দাঁড় করায় ভবানী পাঠকের কাছে। ভবানী পাঠকের আশ্রয়ে এবং শিক্ষায় ধীরে ধীরে প্রফুল্ল হয়ে ওঠে দেবী চৌধুরানী। প্রসেনজিৎ এবং শ্রাবন্তী ছাড়া বিশেষভাবে নজর কেড়েছেন কিঞ্জল নন্দা। প্রফুল্লর শশুরের ভূমিকা অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। চিরকালের মতো দাপুটে চরিত্রে তিনি অসাধারণ। প্রফুল্লর সতীনের ভূমিকায় অভিনয় করেছেন দর্শনা বণিক, রঙ্গরাজ চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং নিশি চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখে মুগ্ধ দর্শকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen