ব্যর্থ দিলীপের হুঁশিয়ারি! বড় দায়িত্ব পেল অমিতাভ চক্রবর্তী

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সুব্রত চট্টোপাধ্যায়কে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়া হল।

October 28, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

দিলীপের আপত্তিতে আমল দিল না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সুব্রত চট্টোপাধ্যায়কে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়া হল। 

সুব্রত চট্টোপাধ্যায়ের উত্তরসূরী হলেন অমিতাভ চক্রবর্তী। তিনি এতদিন ছিলেন সহ-সাধারণ সাধারণ সম্পাদক (সংগঠন)। 

সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সঙ্ঘের লোক। চুটিয়ে এবিভিপি-ও করেছেন। সুব্রতবাবুর ডেপুটি পদে আনা হয়েছিল গতবছরের ২৩ ডিসেম্বর। 

দীর্ঘদিন ধরেই সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাঁর অপসারণ নিয়ে গতবছর থেকেই চলছিল জল্পনা। কিন্তু সুব্রতবাবুর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। 

অতিসম্প্রতি দিল্লিতে দলের বৈঠকে সুব্রত চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে রাজ্য সভাপতি হুঁশিয়ারি দেন, সুব্রত চট্টোপাধ্যায়কে সরানো হলে তিনি ইস্তফা দেবেন। কিন্তু দিলীপের হুঁশিয়ারিকে পাত্তা দিলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির একাংশের মতে, এই সিদ্ধান্তে খানিকটা কোণঠাসা হবেন রাজ্য সভাপতি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen