আম্পানের ত্রাণে তৎপর সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন

May 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা ও লকডাউনের মধ্যে দিন আনি-দিন খাই পরিবারগুলির পাশে দাঁড়াতে পাড়ায় পাড়ায় অনেক ছোটখাটো স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব বা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিলি করছেন দু’মাস ধরে। শহর ও জেলা শহরের অনেক জায়গায় চালু হয়েছে কমিউনিটি কিচেন। প্রাকৃতিক দুর্যোগের পর আরও বেশি করে সেই উদ্যোগগুলির পাশে দাঁড়াচ্ছেন সহ নাগরিকরা।

শনিবার মুখ্যমন্ত্রীও এই দুর্যোগ মোকাবিলায় সাধারণ নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন। এজন্য রাজ্য সরকারের বিশেষ তহবিলে অর্থ সাহায্য করতে পারেন সাধারণ নাগরিকরা।

অনলাইনে দান করুন:
আইসিআইসিআই ব্যাংক একাউন্ট নম্বর 628001041066
আইএফএসসি কোড: ICIC0006280
এমআইসিআর কোড: 700229010

পাটুলির একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত দু’মাস ধরে প্রায় ৭০০ পরিবারকে রেশন, সবজি বিলি করা হচ্ছিল। এই নাগরিক উদ্যোগে উম্পুনের পর নতুন করে আরও প্রায় ১০০-১৫০ অতিরিক্ত মানুষকে সহায়তা করতে হচ্ছে। রাজ্য জুড়ে কমিউনিটি কিচেন এবং রেশন বিলি শিবির গড়ে তুলেছে কোয়ারান্টাইন স্টুডেন্টস নেটওয়ার্ক। প্রতিদিনই কয়েক হাজার মানুষকে সহায়তা করা চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen