মমতা-অনন্ত সাক্ষাৎ! কোচবিহারের রাজনৈতিক সমীকরণ কোন পথে?
নিশীথ হারতেই কোচবিহারে পদ্ম ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।
June 18, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজ তৃণমূল সুপ্রিমোকে পান, সুপারি দিয়ে স্বাগত জানান। মনে করা হচ্ছে, নয়া মোড় নিতে চলেছে কোচবিহারের রাজনীতি। নিশীথ হারতেই কোচবিহারে পদ্ম ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এবার কি অনন্ত মহারাজও ফুল বদলাবেন?