অবশেষে শঙ্কর চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়?

তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। পরনে নীল পাড় সাদা শাড়ি, গা ভর্তি সোনার গহনা। কপালে টিপ, সিঁদুর। তবে কি তিনি বিয়ে সেরে ফেললেন? না না। ব্যাপারটা একেবারেই তেমন নয়।

October 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। পরনে নীল পাড় সাদা শাড়ি, গা ভর্তি সোনার গহনা। কপালে টিপ, সিঁদুর। তবে কি তিনি বিয়ে সেরে ফেললেন? না না। ব্যাপারটা একেবারেই তেমন নয়। তাঁর এই লুক তাঁর আসন্ন কাজের। আগামীতে তাঁকে মিত্তির বাড়ি সিরিয়ালে দেখা যাবে।

‘সাদা রঙের পৃথিবী’ দিয়ে বড় পর্দায় প্রথম পা রাখেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। দেবের ‘প্রধান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা গিয়েছে। বড় পর্দার পাশাপাশি এ বার ছোট পর্দাতেও তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ আসছে জি বাংলায়। তিনি সেই বাড়ির বড় বৌ।

শঙ্কর চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। এই চরিত্রের বিষয়ে তিনি মজা করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শঙ্কর দা আমার চেনা। আমার ওয়ার্ডের বাসিন্দা উনি। যাঁরা জেনেছেন যে পর্দায় আমি ওঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করব তাঁরা মজা করছেন। বলছেন তুমি শঙ্কর দার বউ?’ কেবল এটাই নয়, অনন্যা নিজেও শঙ্কর চক্রবর্তীর সঙ্গে মশকরা করেছেন, বলেছেন, ‘আমি ওয়ার্ডের সব কিছু সামলে দেব। তুমি আমায় সামলে দিও।’

মিত্তির বাড়ি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন আদৃত রায় এবং পারিজাত চৌধুরী। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনুরাধা রায় এবং দুলাল লাহিড়ী। আগামী মাস থেকে শুরু হবে সিরিয়ালের শ্যুটিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen